একদিন খুব অন্ধকার গভীর রাতে
হঠাৎ ঘুমের ঘরে স্বপ্ন দেখি।
অদ্ভুত আঁধারে নিরন্তর অধীর ক্ষণে
মনে হচ্ছে পড়ন্ত বিকেল বেলা।


নীলাভ নদীর দ্বারে উষ্ণ হাওয়াতে
ঝির ঝির বৃষ্টির হালকা ধম্‌কাতে।
দখিনা সমীরণে বয়ে চলা উদাস পথিক
পানির স্রোত টা ভাটায় উল্টা যাচ্ছে।


সূর্যের কিরণ টা পশ্চিমে হেলে পড়েছে
কিছু কাশফুলের পাতার নরম ছোঁয়া।
রঙিন সূতাতে জীবনের ঘুড়ি উরতেছে
ঝড়ের আবাস টা ছিল মনোরম পরিবেশ।


আকাশের মেঘ গুলো জমে ছিল কাশবনে
নিস্তব্ধ ছিল নদীর চারি পাশ।
ছল ছল করতে ছিল নদীর কলতানে
পাখিদের আওয়াজ টা ছিল অন্য রকম।


কৃষক বাড়ী ফিরছে লাঙল নিয়ে
দূর্বা ঘাসের মাঝে শিশিরের কোমলতা।
পাকা আমন ধানের ঘ্রাণে হৃদয়ের আকুলতা
তখন এসে ছিল মোর প্রিয়তমা।


অসংখ্য ভালোবাসার ফুল নিয়ে এসেছিল শিয়রে
হঠাৎ ঘুম ভেঙে যায় মোর ভোর বিহনে।