শিশির ভেজা পথে হেঁটে চলেছি একলা
যাচ্ছি কোন এক নাম না জানা রাজ্যে।
মধ্য পথে যেতে আসে অঝোর বৃষ্টি
নির্জন পরিবেশ বিশাল বট তলার মূলে।


দাড়িয়ে ছিলাম আনমনায় ক্ষিপ্ত প্রকাণ্ডের উপর
ঝির ঝির বৃষ্টির ফোটা মৃদু বায়ু।
হালকা শীত উষ্ণ বাতাবী লেবুর ঘ্রাণে
হঠাৎ দূর বনে কে জানি ডাকে আমায়।


এদিক ওদিক তাকাচ্ছি কিন্তু কেউ নেই
হিয়ার গহীনে কড়া নাড়ল কেউ বুঝি ডাকছে।
চারি পাশটা নীরব নিস্তব্ধ কোথাও আলো নেই
ইতিমধ্যে স্থান ত্যাগ করতেই এলো ডাক।


হে শুনছো আমি আমি আমি... বলতেছে
কে তুমি আমার সামনে আসো দেখি না তোমায়।
অমনই উত্তর আসলো আমি তোমার পিছনে
ঘোরে দেখি সাদা উর্ণা উড়ছে দূরে।
অবাক হয়ে তাকিয়ে আছি যদি ডাকে সে...।