প্রতিদিনই ভাবি একটা কিছু করব
হয়ে ওঠে না কি করব বুঝি না।
সকাল বেলা ঘুম ভাঙে মুয়াজ্জিনের আযানে
কোরআন তেলাওয়াতের মধুর সুরে ফুলের ঘ্রাণে।


আকুল করে হৃদয় খানি ঊষা ক্ষণে
বসে ভাবি এই জীবনে কি করেছি আমি।
খাঁচার পাখি টা যদি উড়াল মারে পড়ন্ত বিকেলে
তখন কি করব ঐ মুহূর্তে কি করার আছে।


দুঃখের পাহাড় বুকে নিয়ে নিঃস্ব হয়ে যাবো
চেয়ে চেয়ে শুধু চোখের পানিতে বুক ভাসাবো।
যন্ত্রণার মাশুল দিয়ে যাবো একা একা বসুধা বক্ষে
নিরন্ত সুখের নীড়ে প্রদীপ হীন আলো রেখাতে।