ওগো মুজাহিদ চল যুদ্ধে যাওয়ার ডাক এসেছে
তুরীয়ানন্দে ছুটে চলি সাদা কাপড় মাথায় বেঁধে
ঝাপিয়ে পড়ি শত্রুর শিবিরে
চল চল আর দেরি না করি ---
তোমরা কি দেখ না
কাশ্মীর ফিলিস্তিন প্যালেস্টাইন সিরিয়া
শিশুদের রক্তে হয়েছে রঙিন মাটিতে লেগে আছে
লাল রক্তে মিশে গেছে অভাগা মায়ের আঁচল
হাহাকার চারি পাশে শিশুদের চিৎকার – চিৎকার
শুনি নারীদের করুণ রোদনের নোনাজল
কত নারী হারিয়েছে তার স্বামী
কতো মা হারিয়েছে তার ছেলে
কতো বাবা হারিয়েছে তার আদরের ছোট্ট মামুনি
জীবন দিয়েছে অকালে কালের লিখনে
লাখো লাখো তরুতাজা প্রাণ
আজো মৃত্তিকায় গড়াগড়ি খাচ্ছে বাবার রঙিন স্বপ্ন
নিষ্পাপ শিশুদের হত্যা করে কি মজা পাশ তোরা?
হে মুজাহিদ
কোথায় তোমরা চোখে কি পড়ে না
গাজা ইরাক সিরিয়া প্রতিটা মুহূর্ত মৃত্যুর হাতছানি দেয়
ডাকে তোমাদের অঞ্জলি ভরে
তোমরা কি জানো না
সেই অতীতের কাহিনী
জেগে উঠেছিল আলী ওমার রাঃ খালিদ বিন ওয়ালিদ
কই তোমাদের হুঙ্কার পতাকার জয় ধ্বনির আশার বাণী
ওগো মুজাহিদ
চলো কাফেলা সাজাই যেতে হবে রণ ক্ষেত্রে বিলম্ব যে আর সাজে না
তোমাদের পদ দুলিতে লুণ্ঠিত হবে কাফেরদের সবকিছু
ছিন্ন ভিন্ন হয়ে যাবে তরবারির আগাতে দুশমনদের গর্দান


জাগো আজ হে মুসলিম সকল
আসবেই জয় উড়বেই বিজয়ের মালা
সাড়া পৃথিবী জুড়ে উড়বে শান্তির পতাকা
নির্যাতিত নারীর আঁচল উদ্ধার করতে
জাগতে হবে
উঠতে হবে
ভাঙতে হবেই -হবে তোমাদের
এখনো আমি তন্দ্রার ভিতর শুনি সেই উত্তাল জয়ধ্বনি
এগিয়ে যাও হে মুজাহিদগণ
তোমাদের সাথে আল্লাহ আছেন স্বয়ং
ধূলিসাৎ করে দাও তাদের যারা অসহায়দের খাবার কেড়ে নেয়
ফালাফালা করে দাও এই পবিত্র জমিন থেকে ভাসিয়ে দাও উত্তাল তরঙ্গে
বুকের মধ্যে বিশ্বাস রাখো জিতবেই তোমার হাসবেই তোমরা গাইবেই তোমরা।