বুঝতে পারিনা বিষম মরম বেদনার ছবি
কান্নাতে মোর বৃষ্টি ঝড়ে।
বলতে পারিনা কাউকে একা কাঁদি গোপনে
শোণাতে পারিনা কষ্টের প্রহর।
বোঝাতে পারিনা কেন আড়াল হয়ে থাকি
অন্ধকারের কালো দীপ্ত শিখায়।
বলতে পারিনা সেই অতীত দুঃখের কাহিনী
কারো কাছে নিভৃতে যতনে।
বোঝাতে পারিনা হারিয়ে যাওয়ার ভালবাসার কথা
কেনো এমন হয় হৃদয়ে।
বলতে পারিনা হিয়ার ভিতরের ঘুমন্ত প্রেম
কাউকে শোণা তে পারিনা আমি।
বোঝাতে পারিনা বিরহ গাঁথার পুষ্প মালা
কেনো পড়াতে পারিনা গলায়।
বলতে পারিনা স্বপ্নে আসা ঐ রূপসীর ছন্দ কথা
কারো সময় নেই বোঝার।
বোঝাতে পারিনা মেঘলা দিনের গানের সুর
গাইতে পারিনা কারো সাথে।
লিখতে পারিনা এক টুকরো কবিতার ছন্দ
আবৃতি করতে পারিনা।
কেনো পারিনা আমি একটি কলাম লিখতে।