ভালো লাগে না আমার,জানি না কেন
শুধু তোমার জন্যে।
ভালো লাগে না আমার, কোনো খানে যেন
একমাত্র তোর জন্য।
ঘুম আসেনা কেন,জানিস তুই কখনো
তুমি কি বোঝো।
চোখের কোণে জল, কেন আসে বল...
বলতে পারবি আমায়।
লুকিয়ে কাঁদি আমি, গোপনে নিবিড় অন্ধকারে
তুই কি বলতে পারবি।
একলা হাঁটি আঁধারে, তুই বল আমারে
জানি বলতে পারবি না।
স্বপ্নে বিভোর থাকি, তোর বিহনের ছলনায়
কেন থাকি একা।
বিরহের মালা গেঁথেছি, তোকে দিবো বলে
নীবি আমার কাছ থেকে।
ছন্দ ছাড়া জীবন,শুধু তোমার জন্যে
আমাকে তুই বল।
কবিতা আজ ছন্দ হারা, তোর কারণে
তুই বল।
কেন আমার ভালো লাগে না,তুই জানিস
তাই আমি বনের গুহায় রাত কাঁটাই একলা একলা।