সকালের রোদ্দুরে ঘুম ভাঙে প্রতিদিন আমার
দাঁড়ায় বাতায়নের সাথে ঘেঁষে ঘেঁষে রেলিং ধরে।
দেখি দেয়ালের সাথে নিষ্পাপ মনে আঁকাবাঁকা  
হয়ে লাঠির উপর ভর দিয়ে আকাশের পাণে উঠিতেছে ।
সংকোচ মনে আমি দেখতে থাকি কিঞ্চিৎ রোদের
আভা এসে পড়িতেছে তাঁর কায়ার মধ্যবর্তী ডগায় ।


পাপড়ির আগায় লাগা মাত্র চিক চিক মৃদু আলো
এসে চোখের কোণে লাগে,আচমকা হয়ে আমি দেখতে থাকি ।
তাঁর চারিপাশে মিষ্টি আলুর লতা পাতা দিয়ে ঘেরা
আছে আরো কলমি শাকের কচি পাতা ,ছোটো ছোটো লাউয়ের ডগা ।
পৌনঃপুনিক ভাবে আমি যখন দৃষ্টি নিক্ষেপ করি
তখনি; ওই মিষ্টি কুমড়ার ফুলটি হেসে উঠে জ্বল মলে---
কিরণমালীর মধুমাখা প্রভাবে ।