খোলা জানালায় মনের আকাশে অনুভবের চির কুঠিরে
জায়গা দিয়েছি চিতে অচেতন হয়ে
অপুষ্ট ভূমির ভাঙা নীলিমায় প্রেম অঞ্জলি গুলি
বুনোবাসনার প্রাজ্ঞ আশ্লেষে নিদ্রাহীন শূন্যস্থানে
অদৃশ্যের স্পর্শে সিক্ত বিছানায় দীর্ঘশ্বাসের শুঁড়িখানায়
নিমগ্ন নেশার ঘোরে দ্রেীপদীর বাগানপুষ্পা
রঙিন বেণীর নিপুণ সোনালী ঘ্রাণময় সাজিয়েছি
দুভুজ ভরে উদ্বৃত্ত মুল্যের বিনিময়ে
রেশমি হৃদয়ের অরণ্যে,
পারঙ্গমের ভুবন গাঁয়ে,
উল্লাসের কল্পনার জলের তানে বাঁশি বাজিয়েছি
প্রলম্বিত ভাদ্দুরের মাতাল হাওয়ায়
কাঁপানো বেলার বর্ণের ভৌগোলিক সবুজ পাপড়ির গভীর ছোঁয়ায়
দেয়ালের পিঠে রেণু পাখার অর্ঘ্য দিয়ে
অনাগত পাঁজরের ব্যথিত কফিনে
রূপান্তরিত শ্রাবণের শুভ্র মেঘ গুলি আগলিয়ে রেখেছি
দু ফোঁটা আঁখির নীড়ে,
আপন শয্যার বাঁশঝাড়ে,
উৎকীর্ণ আলিঙ্গনের গোপন নিশ্চল স্কন্ধে অস্তরাগের নিস্তব্ধ ধূপগন্ধে
লজ্জার ম্লান অঙ্গে জড়িয়ে
নিঃশব্দ লাজুক চিকচিক ছায়াহীন ক্যাচক্যাচ
অবুঝ অফুরন্ত ভালোবাসার স্থান দিয়েছি
শোঁ- শোঁ লাউডুগী,
আগাছার গোঁয়ার প্রকৃতি ক্ষান্ত ছিন্ন ক্ষতচিহ্ন ঘরের নাভিমূলে ।