লুকিয়ে রেখেছি-
পাতায় পাতায় হৃদয়ানুভুতির শব্দচয়নে
ভরা যৌবনে প্রথাসিদ্ধ প্রেমের মালা গেথে রেখেছি
চিরায়ত পাণ্ডুর ফ্যাকাশে-নীলদর্পে
অনেকটা আটপৌরে জীবনের বিক্ষোভ ছায়াপথ
প্রেমমুগ্ধ চিত্তের প্রবল প্রকাশ
আমায় অনায়াসে সবুজ প্লাবনের উচ্ছ্বাস আনে-
আশ্চর্য মিশ্রণ স্বপ্নের পটভূমিতে
কি জানি হয়
অপরিপক্ব আলো-ছায়ার মধ্যগগণে
ভাবি আর ভাবি-
পাখিরা ডানা মেলে উড়েবেড়ায় অধুনা নিদারুণ
উদ্বেলিত আনন্দে শূন্যের বিরহ মিলন মেলায়
আধোআধো ঘুম আসে দেখে তাদের রসাত্মক অনুরাগ
একরাশ গোলাপের সজিবতা নিয়ে
সফেন সাগরে দাঁড়িয়ে আছি-
ধ্বনিমাধুর্য শৈল্পিক ক্লান্তি ফুলের নিঃশ্বাস দিবো বলে
অবশ্যই তোমার জন্যে
সমুজ্জ্বল দীপ্ত বাসভূমি নির্মাণ করে রেখে দিয়েছি -
নিবিড় রুধিরাক্ত জলে
জীবনের মধুরতম রাগিণী গাইবে আর্তির প্রকাশ ঘটিয়ে
জীবন্ত অংকন করা তোমার দেয়া ভালোবাসা নিয়ে।