অনেক দিন ধরে ছাদে বসি না ,মেঘের উড়া উড়ি দেখি না
চলো আজ আকাশের শুভ্র মেঘের ভেলা দেখবো !
কত দিন হয়েছে তোমার শাড়ির আঁচল উড়াই না গগনের
নীড়ে, দমকা হাওয়ায় ভেসে যাই না ।
পাখিদের সাথে মিলে গান গাই না, গাঁদা ফুলের সাথে কথা
বলি না, বিচূর্ণ বিমূর্ত বিকীর্ণ বিবর্ণ বিষণ্ণ ধুলো বালির
সাথে গড়াগড়ি খাই না ।
অঙ্গে মাখি না কাদা মাটি, মুষড়ে পড়া মুষ্টি বদ্ধ দেয়ালে
হেলান দিয়ে, মিষ্টি সুরে তোমার সাথে বসে,
গানের আসর বসাই না ।
যথার্থ ই ;রৌদ্রকরোজ্জ্বলে রোমান্টিক ভাবনায় রোমন্থনের
ছলে,আলতা রাঙা পায়ে রৌপ্যালংকারের নূপুর পড়াই না,
সুঁই সুতার মালা গেঁথে গলায় পড়াই দেই না ।
সিঁথির সিঁদুর পড়াই না,
কত কিছু করি না !মন মাঝি ব্যাকুল হয়ে উঠছে ,পুড়ে ছাই হয়ে
ক্ষিপ্ত চোখে আমার দিকে তাকিয়ে আছে স্বচ্ছ ভাবে ,
কিছু একটা করতে হবে -----------------!
চলো ছাদে যাই ,বৃষ্টিতে ভিজি, আঁচল প্যাঁচিয়ে একাকার হয়ে ,
অস্ত পাড়ের সন্ধ্যা তারার খুঁজে শূন্য লোকে যাই ,
গভীর ধ্যানে।