বিষন্ন হৃদয়ে জ্যোৎস্নার আলোয়ে ঘেরা শূন্য
ডুবন্ত পাতার জলে গভীর বিলের আলো।
অরণ্য বনের তারুণ্যের মিলন মেলার মোহনায়
মৃত্তিকার শিয়রে বাসা বাদে মৃত্যুঞ্জয়ীর ক্লেশ ।
পড়ন্ত জীবনের অকাল বৈশাখীর ভেলা ভূমিতে
হিমালয়ের অগাধ লুণ্ঠিতে বিষ পেয়ালার শীর্ষে তে।
বিবর লিপ্তে সৈনিক মদ্য প্রাণের শুষ্ক সূরাকে
বিষ্ণু বক্ষের যুগল দুবাহুতে যুদ্ধের তরবারি তে।
সুরের মূর্ছনাতে শিল্পীর বিহঙ্গ কণ্ঠের ধ্বনি।
যজ্ঞ পুরোহিতের রক্ত মাখান অর্জিত কালি
শীর্ণ মস্তিষ্কে বিঘ্ন অঞ্জলির সূর্যস্নানের বালি।
যৌবন প্রভাতের উষ্ণ বেলায় আকুল ব্যথাতে
রহিব নিশ্চুপ নিশ্চল অধীর ভরা নির্জনে ।
দ্যু লোকে ভূ লোকে স্বর্গের সীমানায় লুঠিয়ে উঠিব...।