সূর্য স্নানে চলো আজ হতভম্ব দিনের শেষে
বীজন তোলার ঘাটে এলো বুঝি নিশি।
গাঁয়ের মিটো পথে বিজলী মেয়ে নাচে
সাঁজ নাই পায়েল আছে ঝুমকের তালে।
সোনা বরণ রূপসীর মাথায় লম্ব কেশ
হৃদির মাঝে দোলার স্থলে বহুরূপী ব্যাস।
মাঠের দাড়ে গাছের শিয়রে শিউলি ঝরে
পুকুর পাড়ে কদম ডালে মুকুল সাঁজে।
বাঁজায়ে বাঁশি রাখাল ছেলে জলের তানে
কলস নিয়ে ভর দুপুরে সুজনের টানে।
হোঁচট খেয়ে ঘরের হাঁকে খিলখিলিয়ে হাসে
অমনি তাহার কলস ভেঙে পানিতে ডুবে।
তাই দেখে কিষাণ খিল খিল করে ঘরে ফিরে।