ভালো থেকো তারুণ্য বরেণ্য লাবণ্য নিয়ে,
অধীর আগ্রহী হয়ে।
নিরন্তর নিরবধি নিরাসক্ত নিরুদ্যম ভাবে,
নিষ্প্রদীপ নিষ্প্রভ নিষ্ফলতা উদ্বেগ শূন্য
নিশ্চল নিষুতি নিশীথ নিলয়ে,
নিশ্চুপ নিশ্চেতন নির্লোভ হয়ে ।
পরিকীর্ণ পরিতৃপ্তির ছলে,
সাজানো  - গোছানো পল্লবগ্রাহী
পল্লবিত পাড়া গাঁয়ে ।
ভালো থেকো গভীর ভাবের ভাবনায়
পুঞ্জীভূত মেঘের তীর্থ ক্ষেত্রে,
তালাবের কুসুমাঞ্জলির কুসুমিত পূত
পূর্ণচন্দ্র পূর্ণ গ্রাসে।
ফাগুনের প্রস্ফুটিত বনমল্লিকায়
তেকোনা কাচের ভিতর দিয়ে,
রামধনুর মতো বিচ্ছুরিত বহু বর্ণের
আলোকরশ্মি র বাসনে ।
ভালো থেকো একান্ত মনের
চাহিদা অনুযায়ী , বিভাবরী
বিভূষণ বিভূষিতা বিভোল ভাবমুলক
মুগ্ধ কারী অভিভূত বিরহিণী হয়ে ,
ভাবপ্রবণ ভাব গম্ভীর ভদ্রা সনে ।