ছম ছমে জমে আছে, ঝম ঝমে আঁকাবাঁকা ;
খোসপাঁচড়া ভালোবাসা ।
ঝিকিমিকি তেজপাতা টক টকে, লাল গোলাপের
খিড়কি ফিরকি রাত্রি জেগে মধুর চিঠি লেখা ।
পিট পিট ঠা ঠা খাঁ খাঁ রোদেলা মেয়ের ঘেউ ঘেউ
গণ্ডা গড় বড়ে বাঁদরামি র উচাটনের চাহনি ।
ফুর ফুরে ভাবনায় খিল খিল হাসির কাঠ –খড়া;
শন শনে নিস্তব্ধতার পরশ পাথরে -----
জেগে উঠে প্রেমের ভেউভেউ ।
গামুর গুমর শব্দে, চন্দ্র- সূর্য আহার –বিহার ছেড়ে
দিয়ে, টই টই গোঁফখেজুরে জলধির নীড়ে ডুব
মারে, পদ্ম ফুলকে সাথে নিয়ে ।
কারচুপি চিকা মারা গরিমা খুশকি ফুশকি বাদ দিয়ে,
অনুভব যোগ্য তাজমহল গড়ি ;
আসো, তৃপ্তির ছলে ।
বুক ভরা ঢেউ নিয়ে বসে আছি, যৌবন নামের নদীর
কূলে, জিকজাক হ্যাঁচকা মারার ভেলকি র ফুলের তোড়া নিয়ে ।