৮ই ফাল্গুনের অজ্ঞাত যুবক
_শাহ্-নেওয়াজ
অমাবস্যার নিস্তব্ধ গভীর রাত,
বাম পাজড়ে ঝোড় হাওয়া হানল আঘাত।
ঝিমুনি ঘুমে হেলান দিয়ে বাঁশের খুটি ;
কানাকুয়োর বিভৎস ডাকে হঠাৎ আমি আতকে উঠি।
সালাম ভাইয়ের রক্তাক্ত মাথা,ছিন্নভিন্ন দেহ,
একটা ছেড়া জুতা,দুমড়ে যাওয়া পানির বোতল,
খানিক দূরেই জব্বার ভাইকে করা হলো কোতল।
সেই দিনের উগ্রতা, ক্ষিপ্রতা, দূর্বার সাহসিকতা,
সবাই যেন সিংহ সাবক;
৮ই ফাল্গুনে বেচে যাওয়া আমি,
আমিই সেই অজ্ঞাত যুবক।
ফেব্রুয়ারীর ২১তারিখ করিছিনু পণ,
ভাষার জন্য দিতে পারি অকাতরে জীবন।
যে ভাষাতে হাসি কাঁদি,
ছাড়তে পারি হুঙ্কার ;
ভাষার কপাট রূদ্ধ করলে,
কেড়ে নেবো ঘুম তার।
বৃথা যায়না শহীদের রক্তক্ষরণ,
শ্রদ্ধাভরে জাতি তোমাদের করবে স্মরণ।
রক্তে রঞ্জিত রমনার ঐ কৃষ্ণচূড়ার ডাল,
হৃদয়ের মনিকোঠায় থাকবে চিরকাল।
এই বঙ্গে গর্বভরে করি বসবাস,
গড়েছি মোরা ভাষার জন্য বিরল ইতিহাস।