অধরা স্বাধীনতা
              শাহ্ নেওয়াজ


শহরের  উঁচু টাওয়ারের মস্তকে _
লাল-সবুজ গায়ে মেখে,
স্বাধীনতা উড়ে পতপতিয়ে-
পিছে,গাড় নীলাভ,
দিগন্ত জোড়া আকাশ।
আজ ২৬ শে মার্চ!
আজ স্বাধীনতা দিবস।


শুধু,মলিন সাদা বস্ত্র_
পুটলি বুকে আষ্টেপৃষ্ঠে
সন্তান হারা মা,
ডুকরে ডুকরে কেঁদে ওঠে।


এক অনিন্দ্য সুন্দর কাঠঠোকরা;
পতাকার কাষ্ঠল লাঠি টার মগে বসে,
খুবলে খায় স্বাধীনতা-
ঠোক্‌রাতে থাকে রাক্ষুসে,গোগ্রাসে।


শত কোটি প্রাণ তাকিয়ে ফ্যালফ্যালিয়ে
বাক স্বাধীনতা নিস্তেজ রয়েবসে,
নীরব বন্দনা চলে ঢুলে ঢুলে
এ বিশ্বব্রহ্মাণ্ড দাঁত কেলিয়ে হাঁসে।


আলোক বর্তিকা ফেলে,
পাঞ্জেরী পরে মানতাসা
শোন,তবে স্বাধীনতা
ঝেড়ে ফেল বিলাসিতা।