বঙ্গাব্দের সূচনা লগ্ন,
বড়রা ইবাদতে মগ্ন।
আলো করে এলে এ মর্তধাম-
ইবলিশের খোঁচা,তোমার কান্না
সবে তো শুরু,
    বিষাক্ত পৃথিবীর আঞ্জাম।
    
যাপিত জীবনের পদে-পদে,
অর্জিত পাপাচারে,নত শির।
সিজদাহে  লুটিয়ে ক্ষমা চাও যত
বারিধারা বেয়ে ভাঙুক লোচনের তীর।


তারুণ্য অপার শক্তির আধার,
অর্জনের ঝাঁপি খুলে,মেলে দেও ডানা।
পেরিয়ে সব বাধা অমানিশা।
দীপ্ত কর নব-নব অহনা,

পুরনো সব স্মৃতি মুছে,
ছিনিয়ে আনো নিজের অবার্যতা,
এ নববর্ষে -
নব রুপে হোক তবে শুরু,
               জীবনের নব হালখাতা।