অবিদিত মনোহারিণী
__শাহ্ নেওয়াজ
অধর আর ওষ্ঠের মাঝে আবির মাখা আভা;
আমার মনের মন্দিরে করে নিয়েছ শোভা।
চিত্তের টুঁটি চেপে ধরে খাবলে খাবলে খাচ্ছ,
জানিনা হায়নার বেশে কি মজাটা পাচ্ছ;
মনের গবাক্ষ খোল কন্যা,ঝেড়ে ফেলো ব্রীড়া,
তুমি চিত্তহারিণী, তুমি আমার মনোহারিতা।
২৮ শে ফেব্রুয়ারি-- চিত্রার্পিতা
পরিধায়ী লাল রশনা,কামাক্ষী বাঁকা চোখ,
বাঁশির মত নাকের নিচে,
সরলতার মিষ্টি মুচকি হাসি।
শিশির স্নাত শিউলির জলে লুণ্ঠিত করেছ আমায়;
অবগাহনের কাল পেরিয়ে বলতে চাই ভালবাসি।
তুমি এলোকেশী, তুমি সুদর্শণা,তুমি মায়াবিনী।
তুমি ভাবনার সবুজ আঁচলে আবেগের আতিশয্যের অপ্সরী।
তুমি আমার বাম পাজড়ের হাড়,
তোমাকে হারাতে চাই না করেছি অঙ্গীকার।
প্রকৃতির বসন্ত দায় এড়িয়ে,
জীবনের বসন্ত যায় পেরিয়ে-
হাজারো রামাদের ভিড়ে,
কোথায় গেছ হারিয়ে।
অঙ্গনা কোথায় তুমি?
দাও না'ক হাত বাড়িয়ে।
চিত্রার্পিতা আজ ভাঁজে ভাঁজে ছেঁড়া।
ছোপ ছোপ দাগ আর ফুটো,
হাত আছে,পা নেই, চঞ্চুর দেখা নেই।
শুধু চেনা যায় বাদামী নেত্র দুটো।