খরার পরে বর্ষা এলো
শুকনো গাছে পাতা গজাল।।
মাটি হল নরম
উঠলো তাতে মেটে গন্ধ।।
গাছ গুলি সরস হল
ঘাস হলো তাজা।।
মুছল চোখের জল
ফুটল মুখে হাসি।।
ঝাপসা চোখ
পরিস্কার হল।।
বেরল সব কোদাল হাতে
ঘাম ঝরালো বর্ষা রোদে।।
শুকনো গোলা ভর্তি হল
পেট ভরল বহু দিন পরে।।
বহু দিন পরে
মাটি যেন মা হল।।
নতুন করে মাদলে
মাতলো মন।।
মহুয়া খেয়ে আজ
ঘুমাতে চাইছে মন।।