মধ্যরাতে শহরের একাকীত্ব
আমি আর কাজরী ।
বিছানার উষ্ণ স্পর্শে
জানালার কাঁচে শীতের
ছোঁয়া লেগে যায় ।
কুয়াশা নামা শহরের গায়ে
কাজরী স্পর্শো আমায় পাগল করে ।
নিশ্চুপ এই শহরের মাঝে
কাজরী ডেকে যায় আমাকে ।
বিছানার পাশে এলাম ঘড়ি টা
ভোরের বার্তা সঙ্গে আনে ।
কাজরীর আগোছালো হাতে ছড়ানো
ঘুম ভেঙ্গে যাওয়া চোখে
শহরের ভোরের আলো চোখে পড়ে ।
তবু কাজরী ছাড়ে না আমার হাত
আরো কিছু সময় দিতে হবে ।
তবু যেতে হবে আমায়
সময় বাঁধ মানে না যে
আছে কাজ জমে অফিসের টেবিলেতে ।
না হায় ছেড়ে দাও আমায়
কাল থেকে যাব বাড়িতে ।।