ছুটে চলা দেওয়াল ঘড়ি
ঘোর উন্মত্ততা।
অবসর জীবনে ফিরে আসা স্মৃতি
ডেকে যায়।
ডেকে যায় আমায়
ছেড়ে আসা দিনগুলি।
শহরের কোলাহল থেকে
ছুটে যাই আমি।
পরিচিত ফেলে আসা
সেই গ্রাম।
যেখানে আমি ফেলে এসেছি
স্মৃতির প্রতিটা স্বপ্ন।
কাজরী ছুটে আসা বিকেল
গল্পের প্রতিটা শব্দ।
সে আওয়াজ আর ভেসে আসে না
আসে শহরের গোঙানির শব্দ।
যে গ্রাম আমি ভুলেছি
আসেনা তারই মেটে গন্ধ।
আসেনা সবুজ ঘেরা গ্রাম
তারই সতেজ স্পর্শ।
পাইনা কোন কিছু রই
বিন্দু কণা মাত্র।