চলনা আজ নিজের কথা বলি
কথা বলি তোমার আমায় নিয়ে
কথা বলি আজ
ফুটপাতে পড়ে থাকা অসহায় মানুষের কথা।
ঝা চকচকে শহরের মাঝে
কোনদিনও উঁকি মেরে দেখছো তুমি?
তুমি কতটা অসহায়!!
ক্ষমতার দলাদলিতে তুমি কতটা নিঃসঙ্গ নিরুপায়।
জানি তো তুমি ভাবোনি, আর ভাববে ও না।
কারণ কোপ টা তো তোমার নিজের ঘাড়ে পড়েনি।
আমরা বাঙালি শুধু গল্প জমাই
পাশের বাড়ির দুই ভাই যখন রাজনৈতিক দলাদলি তে মরে
মারে একে অপরকে,
আমরা চায়ের আসরে তখন চাটনি খুঁজে পাই।
কোনদিন ভেবেছো আমার কথা
দিনের-পর-দিন স্কুল কলেজ পার করে
ভর্তুকির খাতা সঙ্গে করে নিয়ে চাকরি খুঁজছি
এ কথাও তুমি শোনোনি !!
কারণ বোকাবাক্স আর স্মার্টফোনের সেলফি
প্রিয় কে নিয়ে নন্দন চত্বরে দিন ভালই কেটে যায়।
পথচলতি মানুষের ভিড়ে ভেবেছো
ফুটপাতে পড়ে থাকা সাধারণ মানুষের কথা।
রাস্তায় বেরোলে গল্প কাজের ব্যস্ততায়
বিরক্ত করা সেইসব কালো হাত গুলোর কথা।
ভাঙা সেইসব বাটি গুলির কথা ??
একথাও তুমি ভাবো নি।
তুমি ভাবোনি আমি ভাবিনি সরকার ভাবেনি ??
বলতে পারো এর দায় কে নেবে?
কে টেনে আনবে পিছিয়ে পড়া এই মানুষ গুলোকে?
কে দুবেলা-দুমুঠো খাবার তুলে দেব এদের মুখে?
বর্ষার দিনে কে দেবে এক টুকরো শুকনো জায়গা?
কে দেবে তাদের মাথায় ছাদ?
কে খুঁজে দেবে একটা রোজগারের পথ?
কে দেবে এই একটা পোশাক শীতের কম্বল?
জানি তো কেউ দেবে না?
পুঁজিপতিরা তাইতো বলে এক টাকার ও হিসাব রাখতে হয়।
সব হিসাব মিলে যাবে, শুধু মিলবেনা মনুষ্যত্বের হিসাব।