দিনশেষে ফিরতে হবে
এমন এক স্থানে-
যে স্থানে একত্রে থাকে
হিন্দু,মুসলিম,খ্রিস্টান, বৌদ্ব-
যাদের বহু বছরেও হয়না
জাত - বিজাতের যোদ্ধ।
এইখানে নেই ক্ষমতার বড়াই
নেই মানুষের লড়াই।
এই স্থানে নেই জাত, বর্ণ, ধর্ম
নেই আহারের খোজে কর্ম।
নেই রাজা দ্বি- রাজ
নেই যৌনতা হরনকারী ধর্ষকবাজ।
এখানে আত্না উঠে না নিলামে
মানুষ হয় না বিক্রি
এই স্থানে নেই মান অভিমান
  নেই উঁচু নীচু
যেনো সকলেই সমান।