টগবগে যৌবনের অভিশাপে
দাড়িয়ে আছি মৃত্যুর দুয়ারে;
নগ্নতার এই নষ্ট সমাজে,
মৃত্যু হয় না সহজে।
শত স্বপ্ন মনের গহীনে
অতিরঞ্জিত রঙ্গশালা ভাষনে,
সে কি আর ভাষে?
স্বপ্নীল রঙ্গিন ফানুসে ।
যৌবন আমার ছিল,
শিশির ভেজায় জর্জরিত
ছিঁড়ে- খামছে -
আজ রক্তাক্ত ক্ষত বিক্ষত।