জোয়ার এলে-
আমি চিৎকার করে বলতে পারি
হে নদী,
এতো পানি কোথায় পেলে।
বিদুৎ চমকালে -
আমি আকাশকে বলতে পারি
ও নীল আকাশ,
এতো আলোর উৎস কোথায়।
নিজ স্বার্থে
আমি বলতে পারি মিথ্যা,
করতে পারি অভিনয়।
মৃত্যু এলে,
তাকে রোধ করতে পারি না।
ভালোবাসা এলে,
ঠেলে দিতে পারি না ৷
আমি মানুষ
সর্বাঙ্গে সুন্দর হতে পারি না।