গায়ে তেল মেখে প্রতিরাতে চুরি করতে
যাওয়া লোকটার জন্যও কেউ একজন ভাত বেড়ে
বসে থাকে ফিরে আসলে একসাথে খাবে
বলে!
জনপদের মোড়ে প্রতিদিন ছিনতাই করা
ছেলেটার মা ও প্রতিদিন বের হওয়ার সময়
ছেলের মাথায় ফু দিয়ে দেয়!
রাস্তার মোড়ে দাঁড়িয়ে মেয়েদের উত্যেক্ত
করা বখাটে ছেলেটার ছোট বোনটির ও
সবচেয়ে নির্ভরতার জায়গাটা তার ভাই! সে ও
চায় তার ভাইয়ে সাথে একটু বাইরে থেকে ঘুরে
আসতে!
প্রত্যেকদিন সকালে ভিক্ষা করতে বের হওয়া
সেই মানুষটার ছেলেটাও তার বাবাকে
প্রতিদিন জড়িয়ে ধরে, একদিন তারা সকালে
হাটতে বের হবে ভেবে! ভিক্ষা করতে নয়!
আমি শব্দাঞ্চল চষে দেখেছি, পৃথিবীর
সবচেয়ে আবেগের, পৃথিবীর সবচেয়ে গভীরের
শব্দটি হচ্ছে "মায়া"। মায়া আছে বলেই পৃথিবী
টিকে আছে! মায়া আছে বলেই আমরা বেঁচে
আছি!
আমি হাজারো হৃদয় ঘুরে দেখেছি, পৃথিবীর
সবচেয়ে সহজ, পৃথিবীর সবচেয়ে অর্ডিনারি
শব্দটি হচ্ছে "ভালোবাসা"। আমি খুব
কাছথেকে দেখেছি কোথাকার ভালোবাসার
কত দাম! করপোরেট লেনদেন কিংবা
বিনামূল্যে বিতরণ! বিচ্ছেদ অথবা একসাথে
কাটিয়ে দেওয়া। ভালোবেসে নয়, বাধ্য হয়ে!
আমি দর্শকসারিতে বসে আমার চোঁখে
দেখেছি, ভালোবাসার মানুষটি সবার কাছে
"সুন্দরীতমা"। আর মায়ায় জড়ানো মানুষটি
"বিশুদ্ধ প্রতিমা!"
আমি অনুভূতির তরঙ্গ মেপে দেখেছি,
ভালোবাসার মানুষটির কিছু হলে চোঁখে জল
চলে আসে, আর মায়ার জালে বাধাঁ কারো
কিছু হলে কিভাবে ভেতরটা কেঁপে ওঠে!!