ভালবাসা ছাড়া আমি নাহি কিছু চাই,
ভালবাস তুমি মোরে বেচেঁ আছি তাই।
হয়ত ভুলবে মোরে তুমি,
আমি নাহি ভূলব তোমারে।
হয়ত তুমি মুখ ঘুচে নেবে,
দেখ যদি মোরে দুনয়নে।
হয়ত কানে দিবেগো তুমি তুলি,
যদি আমার কথা যায়গো তোমার কানে।
হয়ত তুমি পথ থেকে, ঘুরে চলবে অন্য পথে,
যদি দেখ মোরে সেই পথে।
হয়ত ঠেলে দিবে দূর দূরান্তে,
যদি দেখ মোরে স্বপ্নে ও ঘুমের ঘোরে।
হয়ত মনের সাথে করবে মিছে মিছে রাগ,
যদিও আসে মোরে তোমারই মনে।
হয়ত চিন্তাকে বলবে দুশ্চিন্তা,
যদিও চিন্তায় আসে মোরে।
ছলে বলে কৌশলে হয়ত ভূলবে মোরে,
আমি নাহি ভুলতে পারব তোমাকে শত চেষ্টা করে।
নিজেকেই নিজে ভুলে যাব আমি,
তবুও আমি ভুলতে পারবনা তোমাকে।