কোন এক বরষায় তুমি আর আমি,
চলছি গ্রামের মেঠো পথ ধরে।
হঠাৎ ঝুম ঝুম বৃষ্টি,
তোমার দিকে পড়ল আমার দৃষ্টি,
ছাতাটা খুলে তুমি আমায়,
কাছে  ডাকলে,
তুমি আর আমি একই ছাতার নিচে।
তুমি আনমনে বলেই চলেছ,
আমি তাকিয়ে আছি তোমার দিকে।
দুই এক ফোটা বৃষ্টি ছাতা গড়িয়ে-
তোমার গালে পড়ল।
অপরুপ সুন্দর লাগছে তোমায়,
তুমি আর আমি খুব কাছাকাছি।
মনের ভিতর শিহরন,
ছিল বেশ কিছুক্ষন।
তোমার বাসার কাছে আসতেই,
তুমি বিদায় বলে চলে গেলে।
মনটা আমার কেমন যেন,
শুন্যতায় ভরে গেল।
তোমাকে বলা হয় নাই মনের কথা,
মনে হয় জীবনটাই বৃথা।
যদি খুজে পেতাম তোমায়,
কোন এক বরষায়।


**বরষার আয়োজন**