তোমরাই বীর, তোমরাই উত্তম,
তোমরাই ধন্য, তোমরাই গন্য।
তোমরাই মহীয়ান, তোমরাই গরীয়ান,
তোমরাই স্বরনীয়, তোমরাই বরনীয়।
তোমরাই চিরভাস্কর, তোমরাই চিরঞ্জীব,
তোমরাই স্বাশত কল্যানের ধারী।
নদী যেমন নিজেকে বিলায়-
অকৃপন ভাবে।
বাতাস যেমন বহে শুধু-
অপরের তরে।
তোমরাও বিলায়েছ জীবন-
মোদের বুলির তরে।
হয়েছে স্বার্থক তোমাদের বিলীন জীবন,
পেয়েছি মোরা অক্ষত মুখের বুলি।
এনেছ তোমরা স্বাশত জয়,
মিটেছে মোদের মন আশা,
পেয়েছি মোরা বাংলাভাষা।
তাই বলি আজ উচ্চস্বরে-
কি করা ভুলি তোমাদের।