মমতা মাখা ডাকে,
মনে পরে যায় মাকে।
কে তুমি এসেছ মায়া সাজে,
এত মায়া কর কেমনে।


মায়ার বাধন থাকুক অটুট,
ভালবাসা হোক প্রস্ফুট।
জীবন জীবন তোমার মায়া-
যেন পাই তোমার ছায়া।


কেমন করে এত আদর-
বিলাও নিজ মহীমায়।
কোন স্বার্থ নেই-
লোভ নেই, পাওয়া নেই-
তবু কেন এত ভালবাসা।
কেমন করে বিলাও এত মায়া-
কেমন করে সাজাও সংসার-
কেমন করে এত কষ্ট সও-
একটি বার দয়া করে কও।
জানি তুমি কবে না কখনো-
তুমি যে মা মমতাময়ী।


রচনাকালঃ ৩০/১২/২০১৫