আমার ভুবনে শুধু আমি
আর দিগন্তবিস্তৃত শূন্যতা
শূন্যতার শেষ রেখায় তুমি-
আমার হাহাকার।
আমি গগনভেদী চিৎকারে বলি
তুমি আমার, শুধু আমার
ইথারে ভেসে ফিরে ফিরে আসে
সেই প্রতিধ্বনি, আমারই কানে।


আমার ভুবনে চাঁদ আছে-
সুকান্তের ঝলসানো রুটি
বড্ড বেশী গদ্যময়।
সে চাঁদে আর যাই হোক
জ্যোছনা ছড়ায় না।
আমার ভুবনে সূর্য আছে-
প্রখরতা নিয়ে, সে আকাশ
তাও মেঘাচ্ছন্ন; অন্ধকার।
আমার সূর্য নতুন দিনের
স্বপ্ন দেখায় না।


আমার ভুবনে সুখ আছে
জ্যাম আর জেলির মত দলা পাকিয়ে,
তুমি নেই, তাই সুখভোগেও অরুচি
আমার আনন্দরা এখন তোমার দখলে।
আমি দূর থেকে ছুটে যেতে চাই
দিগন্ত রেখা ছোঁব বলে,
অন্ধ আবেগে অবুঝ মন
তোমার ঘ্রাণ করি অনুসরণ!
সেখানে অন্য কোন ঘ্রাণ
মিলে মিশে একাকার।


জ্যান্ত সাপকে বীন বাজিয়ে
বশীভূত করতে পারো
মরা সাপকে কি পারবে?