দূর থেকে সে রাহা দেখায়
কাছে আসে না
সত্যি বলতে কি, এভাবে
প্রেম হয় না।


এই পিঞ্জরে বেঁধে যারে
জপি ব্রতমালা
সেই বিবাগী দূরেই থাকে
জুড়ায় না মোর জ্বালা।
ধরা দেয়না সে যে, আমার
মন ও বোঝে না
সত্যি বলতে কি, এভাবে
প্রেম হয় না।


হাওয়ায় দোলে কৃষ্ণচূড়া
দোলে সাথে মন
দিবানিশি ভাবছি বসে
কি করি এখন?
হাতে যদি না রাখি হাত
বুঝাবো কি করে? 
কত ভালবাসা পুষি
এই পোড়া অন্তরে।


সব কথা কি যায় গো বলা
কাছে না পেলে?
ওষ্ঠাধরে পাপড়ি মেলে
মৌ-পরাগ পেলে।
বুকের সাথে বুকের বাঁধন
দূরত্বে হয় না
সত্যি বলতে কি, এভাবে
প্রেম হয় না।


হৃদয়ের চাওয়া জোড়ালো না হলে
হয়না, আসলে হয়না,
কষ্ট গুলো জয়ী না হলে 
হয়না, আসলে হয়না,
অভিমান গুলো সরানো না গেলে
হয়না, আসলে হয়না,
সত্যি বলতে কি, এভাবে
প্রেম হয় না।