এখন সময় ভীষণ সংকুল ;
চুড়ান্ত বিজয়ের আশায় 
সম্মুখে ছুটে যাই ,
হারিয়ে যায় নানান সম্পর্ক ।
নিজেকে কলুষমুক্ত করতে 
গঙ্গাস্নানে যাই;
পথে রয়ে যায় ছোট ছোট আশা ,
নুড়িপাথরে গড়াগড়ি খায় সুখ।


মন নদীতে বৈঠা ধরে
বসে থাকি -- বন্ধুত্বের
উদাত্ত আহবানে।
ফিরে আসি একরাশ
আবর্জনা হাতে --কিছু 
অবিশ্বাসের , কিছু অসন্তোষের
কিছু নিন্দার।
ভুল ধারণাকে সত্যে 
রূপ দিতে উঠেপড়ে লাগে
লোমশ বৃশ্চিক; দংশনে 
নীল হই প্রতিনিয়ত ।


ইদানিং নিজের মত করে 
কিছু ভাবতে পারিনে
নিজের করে কিছু চাইতে পারিনে;
শুধুই হারানোর ভয়!
খোলা আকাশের শূণ্যতায়
শূণ্য দৃষ্টি আমার!
কবে ফিরে পাবো -- কালজীর্ণ 
ভালবাসাকে নতুন ক'রে? 
হারিয়ে যাওয়া বন্ধুতা?
সৈকত আজ স্রোতহীন --
কবে দূর হবে এই স্থবিরতা?