এখন আমি কি করবো?
গন্তব্যহীন এই পথ 
একা পাড়ি দিতে হবে জেনে
বিষন্নতায় বিদীর্ণ হবো? 
অভিমানে সাড়া পেলাম না বলে 
কান্নার স্রোতে ডুবিয়ে নেবো?
ভুল গুলোকে শুধরাতে যেয়ে 
পাথরে বসত গড়বো? 
ওদের লুটোপুটি দেখে ইর্ষায় 
জ্বলে পুড়ে মরবো?


অবাঞ্চিত অর্বাচীনের মত 
নিজেকে নিঃশেষ করে দেবো?
অবহেলিত কীটের মত 
মহাসভা ত্যাগ করবো?


মূল্য জাহির করার অন্য কোন
পথ অবলম্বন করবো?
জীবনভর সুলভে সুখ লাভের 
ব্যার্থ চেস্টা করবো?


তোমার অপেক্ষায় কি অনির্দিষ্টকাল
পথ চেয়ে বসে থাকবো?
নাকি পরিত্যাক্ত সম্পত্তির মত
নিজেকে নিলামে চড়াবো?
কেউ কি আছে বলার?
এখন আমি কি করবো?