ইচ্ছার দাবানলে পোড়ে শত ঘায়
সাধ আর সাধ্যের চির শত্রুতায়। 
প্রতিপলে খুন হয় কাঙ্খিত প্রণয়
ভাব আর ভাবনার করে ব্যত্যয়।
নির্মমতায় শোকাহত ;
বঞ্চনায় ভাবুক --
সে এক মধ্যবিত্ত যুবক।


অর্থের টানাপোড়েন নিত্য সহচর 
শিক্ষা আর জীবিকার সমন্বয় সুদূর।
দুর্ভাগ্য কান্ডারী হয় জীবন-নদীতে
অভিশপ্ত ভাবে নিজেকে পবিত্র পথে।
বিষাদে ভারাক্রান্ত ;
বেদনায় সুখ -- 
সে এক মধ্যবিত্ত যুবক।


দেশ - পরদেশ তাঁর স্বপ্ন নিয়ে খেলে
দৈবদুর্বিপাকে পড়ে দ্বিধা - দ্বন্দ্বে দোলে।
একূলে থাকতে ভাবে ওকূলেতে সুখ
আসলে সবই ফাঁকি; শুভংকরের মুখ। 
নিদ্রাহারা রাতে তবু
আশায় বাঁধে বুক --
সে এক মধ্যবিত্ত যুবক।