আমার এক সোনার বন্দর ছিল
যেখানে নোঙর ফেলে
সুখ বাইতাম। 
আমার এক পাগল কান্ডারী ছিল
যার বৈঠার টানে 
সুখ খুঁজতাম।


আমার এক দুরন্ত মোহনা ছিল
যার সাথে মিলনে জোয়ারের সুখ,
বিরহে ভাটার দুঃখ ,
অপেক্ষায় সুখ ও দুঃখ ,
আর নিস্তব্ধতায় --
আমার মরণ লেখা হলো।