সূর্যের আলো ছড়ানো হবে না নব ধরায় আজ, পারবোনা তাঁরার ভিড়ে চাঁদনি রাতে দেখতে তোর সাজ।
দূর আকাশে লুকিয়ে দেখব আমরা ধরার মেলা,
পথ ভুলানো পথিকের চাই বন্ধু হতে সদা বেলা,
প্রতিদান ধর্মে কিংবা বিনিময় সে পার্থিব প্রাপ্তি,
লাভ ক্ষতি তুচ্ছ সবই দুঃখীর মুখে হাসি তো শান্তি
বন্ধুদের ভালবাসা হয় যদি প্রাপ্তি ধরা মাঝে,
মজলুম যতো যাতনা শত তাদের হয়েছে সাজে
দাড়াবার আজ আর কেও নেই হয়েছে নিঃসঙ্গী
আমি চাই বন্ধু হতে এজগতে সব নীতি ভঙ্গী
বন্ধু,যাকে আমি খুঁজি হবে কি আমার সাথী তুমি,
খুজে চলেছি পাহাড় ঝর্ণা সমতল বনভূমি।