পথের শিশু অনাহারী বাস্তুহারা মানুষ,
ছেড়া কাপড় বাসি খাবার রোগ বালায়ে বেহুশ।
একটুও কি তাদের কথা তোমার পড়ে মনে?
নাকি তুমি ভুলেই গেছো ঈদের খুশির এই ক্ষণে?
তাদের ফেলে এই অানন্দ অাজকে বড় বেমানান,
নিজের থেকে অল্পো হলেও ভালোবাসার দাও জানান।
ঈদের খুশি সবার মাঝে সমান ভাবে যাক বয়ে,
ঈদের দিনে সবাই যেনো এক কাতারে যায় হয়ে।
তোমরা যারা বিত্তশালী এই সমাজে অাজকে,
দাঁড়াও পাশে কাছে এসে বাড়াও না ভাই হাতকে।
ফুটুক হাসি সবার মুখে খুশির বন্যা যাক বয়ে,
এমন দিনে এসোনা ভাই সবাই যাই এক হয়ে।


০৮/০৬/১৭ইং