আমি যদি পথ খুজে না পাই
পথের মাঝে ক্লান্ত হয়ে,
যায় বসে যায়
নিয়োন আলোর এই শহরটা
গাড়ী বাড়ীর এই বহরটা
ভীড়ের মাঝে হঠ্যাৎ যদি প্রদ্বীপগুলো
যায় নিভে যায়
রঙ্গীন আলোর এই শহরটা
বিজলী বাতির এই বহরটা
জনবহুল এই শহরটা নিরবধি
গাড়ী ঘোড়া আগের মতো
আর না চলে
কেমন হবে এই লোকালয়
আসবে নেমে মহাপ্রলয়
রঙ্গীন আলো যাক নিভে যাক
এই শহরটা যাক ভেঙ্গে যাক
সব কিছুকেই মানিয়ে
জীবনটাকে ফের সাজাবো
পথের শেষে প্রভু যদি
তোমার দেখা পাই।