এক.
ভালোবাসার কত কথা তোমরা যারা বলো
থিয়েটারের মতো করে জীবন মঞ্চে চলো
খেলার মতো ভালোবাস
দিন শেষে ফের জলে ভাসো
সুখের আশায় আজকে তুমি উন্মাদনা ফলো


দুই.  
গবরে পদ্মো ফোটে ঢাকা শহর না দেখলে কি বোঝা যায়?
গ্রামে ময়লা দেখলে ঘৃণা জাগে ঢাকার ময়লা তাইতো ভাই গন্ধ নাই।
আছে হরেক রকম নেতা মন্ত্রি।
ডাষ্টবিনের ঘ্রাণে জাগে স্নায়ুতন্ত্রি।
বড় নেতা মহাজন সব ময়লার ভাগাড় সামনে তবু দেখে না ভাই!