গোলোক ধাঁ ধাঁর জগৎ মরীচিকা করে খেলা,
কাল নদী স্রোত জল বসে আছি ভাসে ভেলা।
রঙ মেখে করে খেলা রাত দিন মন ভোলা,
ভুলে গেছে সেই কথা যেতে হবে পথ চলা।


রঙ মেখে সঙ সেজে জীবনের চলে নদী,
ভুলে থেকে লাভ কি গো যেতে হবে নিরোবধী।
আজ তুমি অবসর ভেবে নিয়ে যাও চলি,
আমলের খাতা গুলি শূন্য সব নাও তুলি।


সময়ের মায়াজাল কাল চক্রে বন্ধি আমি,
যত সব প্রিয়জন কাল ক্ষণ অগ্রোগামী।
সেই পথে এই সুর পথ আজ কতদুর,
যেতে হবে আজ কাল হোক না তা বহুদূর।