বিলাসী সেলফিস সহচরী...
নিভিয়েছ শাশ্বত পূজার প্রদীপ
বেলকাঠে জ্বেলেছ দীপ্ত অগ্নি ঢেলেছ ঘি
ঝোরিয়েছ স্বপ্নিল নয়নের বারি।


প্রথম ছোঁয়ার যন্ত্রণা ভুলে
নিঃস্ব করেছ গভীর আলিঙ্গনে
আত্মহুতি করে মুছে দিলে সিঁথির সিঁদুর
নতুন শাখা পরেছ মেহেদীরাঙা হাতে।


বিলাসী সেলফিস সহচরী
নিভে গেল যে দেমাগি রূপের জ্যোতি
গন্ধরাজের পাপড়িতে লেগেছে নখের আঁচড়
রেণুতে মিশেছে অসহ্য বিষ।


প্রতিমা থেকে যৌনদাসী
পরিচারিকা হয়েছ রাজকন্যার অহমিকা ভেঙে
মুনিবের নাটাই উড়াচ্ছে ঘুড়ি ইচ্ছেমত
ছিড়েছ পায়েল ভেঙেছ হাতের চুড়ি।


বিলাসী সেলফিস সহচরী
ফিবস্ অ্যাপোলোর চোখে ঝরিয়ে জল
স্বর্গ ছেড়ে আটলান্টার মত পরিত্যক্ত অরণ্যবাসী
বিলাসী সেলফিসরা কখনোই হয়নি সুখী।


কবি
তৌহিুজ্জামান