এ কেমন বাংলাদেশ !
পেলো রক্তেরাঙ্গা প্রিয় স্বাধীনতা ?          
এ কেমন বাংলাদেশ !
পেলো শ্রুতিময় মা’ জননীর প্রিয় বর্ণমালা ?
এ কেমন বাংলাদেশ !
পেলো রে, প্রিয় ভাষা শহীদি সৈনিকেরা ?
এ কেমন বাংলাদেশ !
ভুলায়েছে যে ,মোদের অনেক দিনের স্বপ্ন আশা ?
এ কেমন বাংলাদেশ !
কি করে পেলো রে, এতো মুখোশধারী নেতা ?
এ কেমন বাংলাদেশ !
পেলো যে কি করে, ছলনাময় মানবিক মানবতা ?
এ কেমন বাংলাদেশ !
কি করে দেশেতে ভরেছে যে, এত শত লুণ্ঠিত লুটেরা ?
এ কেমন বাংলাদেশ !
কোথায় ! হারালো রে, প্রাণের পুরান গ্রামীণ খেলা ?
এ কেমন বাংলাদেশ !
কোথা গেলো সেই,,মুড়ি মুড়কি লাঠি খেলার মেলা ?
এ কেমন বাংলাদেশ !
কেন আজও ডেঙ্গুতে ঝরে পড়ে শিশু-কোমলতা ?
এ কেমন বাংলাদেশ !
কোথা পেলো, ক্ষমতায় টিকে থাকার, চতুর চাতুরতা ?
এ কেমন বাংলাদেশ !
করোনা’কালে ফুলেফেপে হয় কি করে যে নেশায় টল মল ?
এ কেমন বাংলাদেশ !
পারে কি করে রে,মারতে জনতার কণ্ঠে কন্ঠরোধের তালা ?
এ কেমন বাংলাদেশ !
সাথের সাথীকে বিদ্যালয়ে মারে রে কি করে,মরণ কামড় থাবা ?
এ কেমন বাংলাদেশ !
বেদনাতে কাঁদে, আজও কেন মুক্ত স্বাধীন লাল সবুজের পতাকা ?
এ কেমন বাংলাদেশ !
কি করে পায় রে ওরা,সত্য ইতিহাস মুছেফেলার দুঃসাহসিকতা ?
এ কেমন বাংলাদেশ !
এরা কারা ? শিক্ষাকে নিয়ে আজও খেলে,উল্লাস মরণ খেলায় ।
এ কেমন বাংলাদেশ !
কি করে পায় ওরা ! মাতৃ ভাষাকে বিকৃত করার অধিকার ?
এ কেমন বাংলাদেশ !
পেলো যে যুদ্ধে শহিদ, কৃষক শ্রমিক ছাত্র সূর্য সন্তানেরা ?
এ কেমন বাংলাদেশ !
পেলো,হাটে ঘাটে মাঠে শহর প্রান্তরে,শত ভ্রষ্ট ভুয়া নেতা ?
এ কেমন বাংলাদেশ !
মিথ্যে স্বপ্ন আশায় আশ্বাসে,মুজিলো অলিক স্বপ্নবারতা ?
এ কেমন বাংলাদেশ !
কোথা হতে পেলো, ক্ষমতা আঁকড়ে ধরার লোভতুর মন্দ নেশা ?
এ কেমন বাংলাদেশ !
সমাজ সংসার সামাজিক স্তরে কেন আজও এত অস্থিরতা ?
এ কেমন বাংলাদেশ !
রুদ্ধ আজ ষোল কোটি আমজনতার প্রাণের স্বাধীনতা ?