পাখিরা উড়ে উড়ে বলে বেড়ায়
আকাশ তুমি কার ?
চাঁদ না সূর্য নক্ষত্র তারার ?
ঐ যে রাত্রি দিন আধার
আছে যার সময়তে রাঙ্গাবার ।
তুমি কি তার ?
আমি জানি তুমি কার !
ঘন মেঘ বায়ুদের সম্ভার,
ধরার বুকেতে বারি ঝড়
বৃষ্টিতে সুখ যার ভেজাবার ।
আকাশ তোমার আছে অধিকার
টিক টিক করে সময়কে
নিয়ন্ত্রণে নিজের করে সাজাবার ।
আকাশ তুমি তার,
সাগর নদী নীল জল সবুজ পাহাড়
মৃত্তিকা ধুধুচর জলাধার
প্রাণ জনমের ইথার !
মহাজাগতিক জগত বিধাতার ,
তুমি হলে সেই মহা খেলোয়াড় ,
তুমি তার ইশারার ,
তুমি রাত্রি দিন আঁধার ,সেই বিধাতার ।