জাত জাতী বেধ বিধি ধর্ম নিয়ে
বড়াই যারা করিস তোরা,
মুক্ত মনে আমার মত বাধন হারা,
থামরে তোরা থাম ।
আর করিস না থাম ।
একটু দাড়া ভাব তো দেখি !
মাটির দ্বারা মানুষ মোরা,
দয়ার বাধন রক্তে গড়া
বলতো দেখি যায় কি ছেড়া ?
আর কতদিন বাঁচবি তোরা,
গাড়ি বাড়ী সোনা ভরা ভরি নিয়ে,
করিস যারা লড়াই তোরা,
ছোট বড় ধনী গরিব মানুষ নিয়ে
করিস ওরে কি কারণে বিভেদ তোরা ?
এসব নিয়ে রইলি যারা মাতোয়ারা ,
নাম খ্যাতি শক্তি-মত্তা ভাব নিয়ে,
আপন ভবে ভবের নেশায় আছিস যারা ,
কেমন করে গড়লি তোরা এসব ধারা ।
পার হবি কি ভাবছিস বসে আপন পারা ?
আবার বলি একটু দাড়া ।
থামরে তোরা থাম।
আর করিস না থাম ।