ভুল নয়,ভুল নয়,আর নয় ভুল,
এসো তব,
টেনে তুলে ফেলি,বিভেদের মুল !
       দেশ থেকে,যত সব বি-দ্বেষ,
       যাক,হয়ে যাক সব শেষ ।
ঘুচে যাক,মুছে যাক,সব বিলকুল ।
দুঃখে সুখে,গান গা'ক,প্রীতি বুলবুল ।
ভুল নয়,ভুল নয়,আর নয় ভুল ।
হলে বেশী দেরী পরে,পাবে না কো কুল ।  
        ভুলে মিছে জাত পাত,
        হাতে হাতে রাখো হাত,
ঘোষ-বোস,সাউ-সিং মেহের আবদুল ।
ভালোবাসা আলো আশা প্রেম-ফোটা ফুল ।
ভুল নয়,ভুল নয়,আর নয় ভুল ।
এসো ভাই ভেঙ্গে ফেলি,হিংসার হূল ।
         বাজী রেখে জান মাল
          গাই মিলনের-ই গান,
মৈত্রীর বন্ধনে থাকি মশগুল
নড় বো না,সোর বো না,কেউ একচুল ।
স্বাধীন বাংলায়,
সব ভুল,যাক হয়ে যাক,নির্মূল ।