বহুদিন পর
বর্ষণ মুখর হিমেল রজনীতে
প্রিয়ার ছবি খানি সম
ভাসিয়া উঠিল যে হৃদয় মনও ভাবনাতে ।
ব্যকুল নয়নও বাগিচাতে প্রজাপতি বেশে
লুটোপুটি খেলি ব্যথিত স্মৃতির আবেশে।
হারালো যে হায় !
আঁখিপট হতে মায়া ভরা ঘুম খানি,
কি জানি কি ! আঘাত হানিয়া
মধুময় সুখ ভরা অভিসার টুকু-
কেড়ে নিলো দংশনে এ বুক থেকে ।
জীবন কাটে মোর
বঞ্চিত আশায় ব্যথিত জোয়ার গুঞ্জরনে ।
সুশোভিত পুষ্প কানন শোভা বাতায়ন ঘ্রাণে,
স্মৃতিখানি হায় ! হারাতে যে চায় !
প্রেম ভরা নিষ্পাপ গভীর মায়ায় সঙ্কলনে ।
অন্তহীন বালুচর হতে,
কুড়ায়ে পেয়েছি যে প্রেমটুকু সাধনাতে,
কি করে যে ক্ষয় করি হায় !
এ প্রাণটুকু মোর স্বপন ঘোরের বিশ্বাসে ?
মনে পড়ে মোর বহুদিন পর,
হাসিরাঙ্গা ঠোটে অশ্রুঝরা বিদায়ও প্রাতে,
আনাগোনা রত প্রাণের ভাবনাতে,
সব ব্যথা ভুলে,খুঁজে পেতে চায় সংলাপে ।