জানি তুমি !
আমার মরণের সংবাদ পেয়েও,
শোকাহত অশ্রুজল চোখে
মাতম সুরে কান্নার রোল তুলে ,
ভালোবাসা ও প্রেমের দাবি নিয়ে
কফিন সম্মুখ চরণে ,
শ্রদ্ধার্ঘ ফুল -
নিবেদন করতে আসবে না ।
ছুটে আসবেনা জানি !
শোকবস্র ভূষণে ,
মান অভিমান ভুলে ,
লাশের কফিন চরণ চুমে ,
উন্মাদিনী সাজে
বিলাপ যপতে যপতে ,
পাওয়া না পাওয়ার বেদনায় ,
সকল স্বপ্নিল
প্রত্যাশার ব্যবধান ভুলে ,
অপরাধী সেজে -
ক্ষমার ছলে আমার হতে !
পারবেনা জানি ,
ইমেজ গাথা -
আমার বেহিসেবী জীবনালয়ে ,
অসমাপ্ত অক্ষর অঙ্গনে ,
উত্তপ্ত চাপা লজ্জিত নিশ্বাসে ,
বরণ উৎসব সমারহে
তোমার রঙ্গে ছোঁয়া রঙ্গ মহলে ,
চিরকাল আমায় খুঁজে নিতে !