রক্তমাখা একটি কালো লাশ
প্রচণ্ড বেগে আঘাত হানলো
আমার উদ্দীপ্ত নবীন বুকে।
আমি অন্তিম শোকে,
নীল আকাশের কাছে,
গোপন ,শুধুই গোপন-
একটা প্রশ্ন রেখেছিলাম !
কিংবদন্তির মত,
বুকের ভেতর আমার
হৃদ পিণ্ডটাকে ধরে বলে ছিলাম-
হে পৃথিবী !
ঘটবে না কি তোর পদমূলে,
বৈষম্য ভরা
শৃঙ্খল ভাঙ্গার অগ্নি সংগ্রাম ?
ঠিক সেই ক্ষণে,
অশ্রুসিক্ত পলক চোখে
চেয়ে দেখি,সেই রমণীকে।
এরপর আমি তামাম দুনিয়ার বুকে
কঠিন পা ফেলে,
উথাল পাতাল মাতম করে বলেছিলাম-
'এ কালো লাশের দিতে হবে
জগৎমূল্যে দাম।'
তারপর দু'হাতে যাদুমন্ত্রে
কালো সাদা দু'টি গোলাপকে,
দুমড়ে মুচড়ে একাকার করে
কিছু একটা বুঝিয়ে
ওদের পরিণতি দেখিয়ে দিলাম।