আমার কাব্য রসিক ফুল কাননে,
তুমি প্রথম প্রস্ফুটিত ফুল ।
থাক ! না হয় থাক !
ভালোবাসার ফুলদানিতে মুক্ত রসিক,
রক্ত করবী দু'দুটি ফুল !
কেউ জানেনা আমি জানি,
ফুল কাননে ঐ রঙ ছড়ানো,
রঙের ছোঁয়ায় রূপ রমণীর অঙ্গ জুড়ে,
লাগছেরে ভাই,রঙ্গের সৌরভী আগুন ।
আগুন রাঙ্গা রঙ্গের ফাগুন,
হলুদ ফুলে আঁচল উড়ায়,
ঐ যে পাড়ায় যায় গেয়ে যায়,
মোর গায়ের,চেংড়া পোলা আউলা বাউল।
এলোমেলো জটায় ধরা মাথার চুলে,
দোল দোলাইয়া গাইছে যে সুরে,
রুধির দ্রোহে,বসন্তের ই রুদ্র ফাগুন ।
অরুণ বরুণ কিরণ সফি রুদ্র রাহুল ,
দুঃখ ভুলে বাঁশির সুরে সুর সাধিয়া ,
রঙ ছড়াইয়া ঢং করিয়া এক তারেতে ,
ছন্দে নাচাই,পলাশ রাঙা বন বনান্তে,
কোকিল ডাকা একুল ওকুল ।
দো'তারেতে ডুগডুগি বাজাই,রঙে নাচে ,
খোঁপায় রাঙা পলাশ ফুল ।
হ্যাঁ রে ভাই হ্যাঁ ! দেখতে লাগে দারুণ ।
রঙ মাখা ঐ দারুল জারুল কৃষ্ণ বকুল ,
গাছের ছায়ে নৃত্য কলায় , মঞ্চ কাঁপায়
মন যে মোর এদিক সেদিক চঞ্চলায় ।
রঙের এই মাতাল করা মিলন মেলায় ,
সুর বেঁধেছে প্রেমের ই জলসায় ।
চোখের দেখায় চোখ খুঁজে পায় ,
কোন সে প্রেমী ! কোন সে খোঁজে !
কোন ছায়ায় ? মোর পরানটাযে উছলায় ?